প্রেস বিজ্ঞপ্তি :
দি হোম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে ২০২৩ ইং বৃত্তি পরিক্ষায় অংশ গ্রহণ করে সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছেন খাতুনে জান্নাত ফাতেমা, সে যশমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। মেয়ে বৃত্তি পাওয়ায় মা-বাবা সহ সকল আত্মীয় স্বজনরা আনন্দিত।
খাতুনে জান্নাত ফাতেমা বলেন, বৃত্তি পাওয়ায় পিছনে আমার মা-বাবার অনেক কৃতিত্ব রয়েছে, আমাকে সাহস জুগিয়েছেন বলে আজ আমি আল্লাহর রহমতে সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছি।
গতকাল পহেলা অক্টোবর সকাল ১০ ঘটিকার সময় মা-বাবার সঙ্গে সাধারণ বৃত্তির সনদ পত্র আনার জন্য (যেখান থেকে দিছে সিখানের নাম) যান। সনদ পত্র ও ক্রাচ সকল শিক্ষার্থীর হাতে তুলে দেন (নাম)।খাতুনে জান্নাত ফাতেমার পিতা আব্দুর রহিম সবুজ, একজন সফল ব্যাবসায়ী ও সাংবাদিক, মাথা মোছাঃ আফিয়া খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষীকা, মা-বাবা দুইজনি মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করেন এবং সকলের কাছে মেয়ের জন্য দোয়া চেয়েছেন ।