বাহার উদ্দিন :
হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় আসন্ন শারদীয় দূর্গোৎসবে পূজা মন্ডল গুলোতে নিরাপত্তা নিশ্চিত করনে আনসার ও ভিডিপি সদস্যদের বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে।
রবিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০ থেকে এ বাছাই কার্যক্রম লাখাই উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল মোতালেব এর নেতৃত্বে অনুষ্ঠিত হয়।
আনসার ও ভিডিপি সদস্য বাছাই কার্যক্রমে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ৬২ টি পূজামণ্ডপ এর জন্য ১০২ জন আনসার ও ভিডিপি মোতায়েন এর লক্ষে বাছাই কার্যক্রম চালানে হয় এবং যাযাই বাছাই শেষে ১০২ জন আনসার ও ভিডিপি নারী পুরুষ সদস্য কে নির্বাচিত করা হয়।
এ বিষয়ে আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল মোতালেব এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, লাখাই উপজেলায় এ বছর ৬২ টি পূজামণ্ডপ এর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে আমার দপ্তরে লাখাই উপজেলায় ১০২ জন আনসার ও ভিডিপি নিযুক্ত করা হয়েছে। তন্মধ্যে ৬৪ জন পুরুষ আনসার ও ৩৮ জন নারী আনসার নিযুক্ত করা হয়েছে।
আনসার ও ভিডিপি বাছাই কমিটিতে সদস্য হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলার প্রশিক্ষক তানজিন আহমেদ এবং লাখাই উপজেলার বাচাই কমিটির সদস্য সচিব ও প্রশিক্ষক মোঃ মুর্শেদ জাহিদ। আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল মোতালেব জানান, আমার আনসার ও ভিডিপি সদস্যরা শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন পূজামণ্ডপে সঠিক ভাবে দায়িত্ব পালন করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়েছে।