শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ১০:৪৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
হবিগঞ্জ জেলার অনলাইন নিউজ পোর্টালের মধ্যে অন্যতম ও সংবাদ মাধ্যমে আলোড়ন সৃষ্টিকারী গণমাধ্যম দৈনিক শায়েস্তাগঞ্জ ডট কম-এ জরুরী ভিত্তিতে হবিগঞ্জ,নবীগঞ্জ,শায়েস্তাগঞ্জ,চুনারুঘাট,মাধবপুর,বাহুবল,বানিয়াচং,আজমিরিগঞ্জ,থানার সকল ইউনিয়ন,কলেজ, স্কুল থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ যোগাযোগ করুন নিম্ন ঠিকানায় ইমেইল করার জন্য বলা হলো। Email : shaistaganjnews@gmail.com Phone: 01716439625 & 01740943082 ধন্যবাদ, সম্পাদক দৈনিক শায়েস্তাগঞ্জ

লাখাইয়ে দূর্গোৎসবে পূজামন্ডপের নিরাপত্তায় আনসার ও ভিডিপি সদস্য বাছাই সম্পন্ন

দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক ::
  • আপডেট টাইম :: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

বাহার উদ্দিন :

হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় আসন্ন শারদীয় দূর্গোৎসবে পূজা মন্ডল গুলোতে নিরাপত্তা নিশ্চিত করনে আনসার ও ভিডিপি সদস্যদের বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে।

রবিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০ থেকে এ বাছাই কার্যক্রম লাখাই উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল মোতালেব এর নেতৃত্বে অনুষ্ঠিত হয়।

আনসার ও ভিডিপি সদস্য বাছাই কার্যক্রমে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ৬২ টি পূজামণ্ডপ এর জন্য ১০২ জন আনসার ও ভিডিপি মোতায়েন এর লক্ষে বাছাই কার্যক্রম চালানে হয় এবং যাযাই বাছাই শেষে ১০২ জন আনসার ও ভিডিপি  নারী পুরুষ সদস্য কে নির্বাচিত করা হয়।

এ বিষয়ে আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল মোতালেব এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, লাখাই উপজেলায় এ বছর ৬২ টি পূজামণ্ডপ এর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে আমার দপ্তরে লাখাই উপজেলায় ১০২ জন আনসার ও ভিডিপি নিযুক্ত করা হয়েছে। তন্মধ্যে ৬৪ জন পুরুষ আনসার ও ৩৮ জন নারী আনসার নিযুক্ত করা হয়েছে।

আনসার ও ভিডিপি বাছাই কমিটিতে সদস্য হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলার প্রশিক্ষক তানজিন আহমেদ এবং লাখাই উপজেলার বাচাই কমিটির সদস্য সচিব ও প্রশিক্ষক মোঃ মুর্শেদ জাহিদ। আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল মোতালেব জানান, আমার আনসার ও ভিডিপি সদস্যরা শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন পূজামণ্ডপে সঠিক ভাবে দায়িত্ব পালন করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2020 shaistaganj.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarshaista41
error: Content is protected !!