আশিকুর রহমান,আজমিরীগঞ্জ:
সবাইকে একসাথে নিয়ে দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। কোথাও কোন বিশৃঙ্খলা, দাঙ্গা হাঙ্গামা, লুটপাট সৃষ্টি করা হলে কঠোর হস্তে তা দমন করা হবে। আমরা চাই সকলের সহযোগিতায় দেশে একটি সুন্দর পরিবেশ ফিরে আসুক। রাষ্ট্রীয় কোন সম্পদের ক্ষতি হলে এটা আবার আমাদেরকেই গড়তে হবে। অতএব এ বিষয়টি সবার মাথায় রাখতে হবে। কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পেলে তাৎক্ষনিক সেনা ক্যাম্পকে অবহিত করবেন, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব।
শনিবার দুপুরে হবিগঞ্জের আজমিরীগঞ্জে উপজেলা পরিষদ মিলনায়তনে বিশেষ আইনশৃঙ্খলা সভায় একথা বলেন কাপ্টেন নিয়ামুল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুজিবুল ইসলাম। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট হাবিবুর রহমান, যুগ্ম আহবায়ক সামছুল আলম, মোশাররফ হোসেন বাবুল, কতুব উদ্দিন, ইসমাইল হোসেন সরশ, মাসুদ পারভেজ, মোহন মিয়া, গোলাম মোস্তফা মধু, আহবায়ক কমিটির সদস্য এডভোকেট শিরুল আমীন চৌধুরী, ডা. সফিক।
এছাড়াও বক্তব্য রাখেন পৌর বিএনপির আহবায়ক জনফুল মিয়া, যুগ্ম আহবায়ক খালেদুর রশীদ ঝলকসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বাংলাদেশ জামায়েত ইসলামী আজমিরীগঞ্জ উপজেলা শাখার আমীর শোয়েব পাশা, উপজেলা নায়েবে আমীর আব্দুল হাই ও ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মামুন মিয়া সহ হেফাজত ইসলাম বাংলাদেশ, কওমী উলামা পরিষদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব দেব প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন মিডিয়ায় কমর্রত গণমাধ্যম কর্মী, উপজেলার বিভিন্ন বাজারের ব্যাবসায়ী নেতৃবৃন্দ, সুশীল সমাজ, ছাত্র-ছাত্রী শিক্ষকবৃন্দ।
কাপ্টেন নিয়ামুল আরো বলেন, কারো কাছে কোন অস্ত্র থাকলে আপনারা নিজ দায়িত্বে সেনা ক্যাম্পে জমা দিয়ে যাবেন। কিছু দিনের মধ্যে আমরা অস্ত্র উদ্ধারে অভিযান চালাবো, তখন কারো কাছে অস্ত্র পাওয়া গেলে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে ব্যবস্থা নেয়া হবে।
সবশেষে তিনি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশকে সামনে এগিয়ে নেয়ার আহবান জানান।