শায়েস্তাগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ শিক্ষা ও সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত জনপ্রতিনিধি ও উপজেলার এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
১৩ জুলাই শনিবার বিকাল তিনটায় ট্রাস্টের সভাপতি মোহাম্মদ খুরশেদ আলী সভাপতিত্বে ও শিক্ষিকা মনিরা পারভীন এর পরিচালনায় প্রধান অতিথি ও সংবর্ধিত ব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার মিতা, উপজেলার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ও সংবর্ধিত ব্যক্তিত্ব আ স ম আফজাল, মহিলা ভাইস চেয়ারম্যান ও সংবর্ধিত ব্যক্তিত্ব মোছাম্মৎ মমতাজ বেগম ডলি,জেলা শিক্ষা অফিসার মো. রুহুল্লাহ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইসলামী একাডেমী এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক ও ট্রাস্টের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল হক।
এ ছাড়া আর বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আব্দুল কাইয়ুম, জিসান টেলিকম সত্বাধিকারী ও ট্রাষ্টের সদস্য নুরুল ইসলাম তালুকদার, প্রান আর এফ এল স্কুলের প্রধান শিক্ষক মো. মুবিনুল হক চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শায়েস্তাগঞ্জ শিক্ষা ও সমাজকল্যান ট্রাষ্টের এই উদ্যোগ প্রশংসনীয়।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা তোমাদের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে নিয়মিত লেখাপড়া পাশাপাশি ভালো মানুষ হিসেবে শায়েস্তাগঞ্জের মুখ উজ্জ্বল করবে।
অনুষ্ঠানে উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলার এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপি প্রাপ্ত ৮৫ জনকে সংবর্ধনা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।