নিজস্ব প্রতিবেদক :
ইংল্যান্ডের লুটন কাঁচা মাল ও মাছ বাজারের একটি র্যাফেল ড্রতে ১০০ পাউন্ডের মালামাল ক্রয় করলে দেয়া হয় একটি কুপণ,আর এ র্যাফেল ড্রতে পুরস্কার জিতেছেন ২০ জন বাংলাদেশি, তার মধ্যে রয়েছে বাহুবলের এক যুবক।
গত ১১ জুলাই লন্ডনের লুটন কাঁচামাল বাজারে এ ড্র অনুষ্ঠিত হয়। পুরস্কার হিসেবে রয়েছে প্রতি মাসে ১০০ পাউন্ডের শাখ সব্জিসহ বিভিন্ন খাদ্য সামগ্রী ১২ মাস প্রদান করা হবে। উক্ত র্যাফেল ড্র বিজয়ী বাহুবলের যুবক মো. মনসুরুল হক চৌধুরী স্নানঘাট ইউনিয়নের উত্তর স্নানঘাট গ্রামের মছদ্দর মিয়া চৌধুরীর পুত্র।
পুরস্কার বিজয়ী মনসুরুল হক চৌধুরী বলেন, চেষ্টা’ই সফলতার হাতিয়ার, আমার জন্মদিন এর মাসে এতবড় একটি বিজয় সত্যিই আমাকে মুগ্ধ করেছে। এ জন্য আমি লুটন মাছ বাজার কতৃপক্ষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।