লাখাই(হবিগঞ্জ)প্রতিনিধি : ঈদকে সামনে রেখে মাদক ব্যবসা জমজমাট হয়ে উঠেছে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে হবিগঞ্জে মাদক পাচারের জন্য ব্যবসায়ীরা নতুন কৌশল অবলম্বন করছে।
যানবাহনের পাশাপাশি এখন নৌকা পথে মাদক পাচার শুরু হয়েছে। আর এ পথ মাদক ব্যবসার ক্ষেত্রে নিরাপদ মনে করছে।
বৃহস্পতিবার দুপুরে ডিবির এসআই সুদ্বিপ রায়ের নেতৃত্বে একদল পুলিশ লাখাই উপজেলার বুল্লা নৌকাঘাটের একটি নৌকা থেকে এক মাঝিসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
এসময় তাদের কাছ থেকে ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১২ বোতল হোয়াইট মিউজিক ও ১২ বোতল ম্যাগডুয়েট উদ্ধার করা হয়।
আটকরা হল চুনারুঘাট উপজেলার দেওরগাছ গ্রামের ইদ্রিস আলীর পুত্র আব্দুল মতিন (২৫), নয়ানি বনগাঁও গ্রামের মর্তুজ আলীর পুত্র শাহজাহান (২০) ও কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার আয়নারকান্দি গ্রামের দ্বীন ইসলামের পুত্র মাঝি ছমেদ মিয়া (৪০)।
শুক্রবার তাদেরকে কোর্টে প্রেরণ করা হবে।