দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাক-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংর্ঘষে মহিলা নিহত হয়েছেন।
শনিবার (৬ জুলাই) রাত ১০ টায় ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের সুরাবই নামক স্থানে দূর্ঘটনা ঘটে।
জানাযায়,শায়েস্তাগঞ্জ থেকে ছেড়ে আসা মাধবপুরগামী সিএনজি অটোরিকশা( হবিগঞ্জ-খ ১১-৭৬৬৪) ও ঢাকা থেকে ছেড়ে সিলেটগামী ট্রাকের( ঢাকা মেট্রো-ন ১৭-০২৫৯) মুখোমুখি সংঘর্ষে হয়।
এতে সিএনজি গাড়ির যাত্রী হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের বাখরপুর গ্রামের স্বপন মিয়ার স্ত্রী মিতু আক্তার (২৬) ঘটনাস্থলেই মারা যান।
এছাড়াও সিএনজি অটোরিকশার চালকসহ চারজন গুরুতর আহত হন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর কর্মীরা নিহত ও আহতদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে পাঠান।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।