শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :
‘শুভ কাজে সবার পাশে’ এই স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী নানা মানবিক ও সামাজিক কাজ করে যাচ্ছে দৈনিক কালের কণ্ঠের পাঠকদের সংগঠন বসুন্ধরা শুভ সংঘ। এরই ধারাবাহিকতায় হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে স্বাবলম্বী করার প্রত্যয়ে ২০ জন নারীকে নিয়ে শুরু হয়েছে তিন মাসের সেলাই প্রশিক্ষণ।
শুক্রবার (৫ জুলাই) শায়েস্তাগঞ্জের জহুর চান বিবি মহিলা কলেজে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
সেলাই প্রশিক্ষণ কর্মশালার সমন্বয়ক জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রভাষক আরিফুর রহমানের সঞ্চালনায় সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ জহিরুল হক শাকিল।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ ভূ্ঁইয়া, দৈনিক কালের কণ্ঠের হবিগঞ্জ প্রতিনিধি এডভোকেট শাহ ফখরুজ্জামান, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুর রকিব, জহুর চান বিবি মহিলা কলেজের গভর্ণিং বডির সদস্য সার্জেন্ট (অব) শাহজাহান মিয়া, প্রভাষক তহুরা বেগম ।
অনুষ্ঠানে প্রতিক্রিয়া ব্যক্ত করেন প্রশিণার্থী হোসনে আরা স্বর্না। প্রশিক্ষণার্থীদের নিয়মিত প্রশিক্ষণে আসার আহবান জানান প্রশিক্ষক মোছা. হোসনে আরা।
প্রধান অতিথি বলেন, বসুন্ধরা গ্রুপ শুধু ব্যবসা করে না, মানুষের পাশেও দাঁড়ায়। মানবিক কাজ করে যাচ্ছে বসুন্ধরা গ্রুপের শুভ সংঘ। সেলাই প্রশিক্ষণের মতো ব্যতিক্রম উদ্যোগ নেয়ায় তাদের ধন্যবাদ জানাই। আগামীতে বসুন্ধরা শুভসংঘ শিক্ষা সম্প্রসারণ ও দারিদ্র বিমোচনে আরো বেশি ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছি। প্রশিক্ষণে অংশ নিচ্ছেন জহুর চান বিবি মহিলা কলেজের ছাত্রী, আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাসহ বিভিন্ন গ্রামের ২০ জন অস্বচ্ছল নারী। অতিথিবৃন্দ বলেন, বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন প্রদান নিশ্চিত করা শুভ সংঘের নারীদের প্রতি সহযোগিতামূলক প্রশংসনীয় কাজ।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থী সাবিহা সুলতানা বলেন, অনেকেই এ প্রশিক্ষণে অংশ নিতে চেয়েছিলেন তাদের মধ্যে আমরা সুযোগ পাওয়ায় নিজেদের ভাগ্যবান মনে করছি। পড়ালেখার পাশাপাশি একটা কাজ শেখার সুযোগ পাওয়ায় উদ্যোক্তাদের ধন্যবাদ জানাচ্ছি।