আলী জাবেদ মান্না,নবীগঞ্জ :
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ জেলা শাখার আওতায় নবীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিটের সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম ও যুব প্রধান আশিষ কুমার কুরির স্বাক্ষরিত এক পত্রে সম্প্রতি ১৫ সদস্যের কমিটিকে দুই বছরের জন্য অনুমোদন দেন।
এতে ইকবাল হোসেন তালুকদার কে যুব দলনেতা, মোঃ সাইফুর রহমান চৌধুরী কে সহকারী দলনেতা-১ ও মোঃ আসাদুজ্জামান সজল কে সহকারী দলনেতা-২ করা হয়েছে।
এছাড়া মোঃ বিলাল আহমেদ বিভাগীয় প্রধান ( প্রশাসন,সংগঠন ও সদস্য সংগ্রহ), হাবিবুর রহমান চৌধুরী বিভাগীয় উপ- প্রধান ( প্রশাসন,সংগঠন ও সদস্য সংগ্রহ), রেদুয়ানুল হক চৌধুরী বিভাগীয় প্রধান ( প্রশিক্ষণ ও সহ- শিক্ষা), মোঃ নুরুজ্জামান তালুকদার সজীব বিভাগীয় উপ- প্রধান ( প্রশিক্ষণ ও সহ- শিক্ষা), মোঃ সামাদুজ্জামান তারেক বিভাগীয় প্রধান ( আইসিটি, মিডিয়া ও যোগাযোগ), মোঃ কাওছার মিয়া চৌধুরী বিভাগীয় উপ- প্রধান ( আইসিটি, মিডিয়া ও যোগাযোগ), ফয়ছল আহমদ বিভাগীয় প্রধান ( দূর্যোগ ও মানবিক সাড়া প্রধান), জাকারিয়া আহমেদ বিভাগীয় উপ- প্রধান ( দূর্যোগ ও মানবিক সাড়া প্রধান), ইমা চৌধুরী বিভাগীয় প্রধান ( স্বাস্থ্য সেবা), প্রিতম দেব বিভাগীয় উপ- প্রধান ( স্বাস্থ্য সেবা), মোঃ আলী জুয়েব সুমন বিভাগীয় প্রধান ( তহবিল সংগ্রহ), বিভাগীয় উপ- প্রধান শেখ জায়েদুল আবেদিন নির্বাচিত হয়েছেন।
নব-নির্বাচিত নবীগঞ্জ উপজেলা রেড ক্রিসেন্ট সোসাইটির যুব প্রধান ইকবাল হোসেন তালুকদার বলেন,বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ জেলা শাখার আওতায় নবীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি অনুমোদন দেওয়ায় রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিটের সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি।
এছাড়াও যুব রেড ক্রিসেন্ট হবিগঞ্জ-এর যুব প্রধান আশিষ কুমার কুরি দাদার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশ্বের সবচেয়ে বড় ও সর্বাধিক কর্মী নিয়ে কাজ করা এই স্বেচ্ছাসেবী সংগঠনটির নবীগঞ্জ উপজেলার দায়িত্ব পেয়েছি আমরা। সকল কাজে অতীতের মতো আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য।