প্রধানমন্ত্রী ও বিদ্যুৎ বিভাগের নির্দেশনা অমান্য করে পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক পল্লী বিদ্যুৎ সমিতি সমূহে শোষন, নির্যাতন, নিপীড়ন অব্যাহত রাখা, গুণগতমানহীন মালামাল ক্রয় করে, গ্রাহক ভোগান্তি বৃদ্ধি করার প্রতিবাদে এবং স্মার্ট ও টেকসই বাংলাদেশ বিনির্মানে বি আর ই বি- পিবিএস একীভূতকরণ। বিভিন্ন চাকুরিবিধি বাস্তবায়ন ও সকল চুক্তিভিত্তিক, অনিয়মিত কর্মচারীর চাকুরী নিয়মিতকরণের দাবিতে এই কর্মবিরতি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ জুলাই) বেলা ১১টায় শায়েস্তাগঞ্জে পল্লী বিদ্যুতের ভিতরে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন লাখাই জোনাল অফিসের এজিএম পলক সাহা। লাইনম্যান আরিফুল ইসলামের পরিচালনায় উক্ত মানববন্ধন কর্মসূচির শুরুতে, পবিত্র কুরআন তেলাওয়াত করেন, নোয়াপাড়া জোনাল অফিসের সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার মো. মিজানুর রহমান ভূঁইয়া।
এতে বক্তব্য রাখেন, এ জি এম এইচ আর রফিকুল ইসলাম, এজিএম আইটি আতিকুল ইসলাম, এজিএম ওয়েন ডেন্ট নাইমুর রহমান, পল্লী বিদ্যুত সদর দপ্তরের পিউসি আব্দুল হামিদ, বাহুবল জোনাল অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার আব্দুল মুকিত, লাইনম্যান শরিফুল, যতীন্দ্র, মিটার রিডার আল আমিন, মহিলা বিলিং সহকারী কাকলি দাস প্রমুখ।
বক্তারা বলেন, যতদিন পর্যন্ত তাদের দাবি বাস্তবায়িত না হচ্ছে, ততদিন পর্যন্ত এই কর্মসূচি চলমান থাকবে। শান্তি-শৃঙ্খলাব বজায় রেখে এই কর্মসূচি পালন করবে বলে বক্তারা জানান।
বক্তারা আরো জানান, বাংলাদেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি উক্ত মানববন্ধন ও কর্মবিরতি কর্মসূচি চালিয়ে যাচ্ছে।