বাহার উদ্দিন, লাখাই থেকে :
উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ২০২৩-২০২৪ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হলেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানা।
রবিবার (৩০ জুন) হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে ২০২৩-২০২৪ অর্থ বছরের শুদ্ধাচার পুরস্কার লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হাতে তুলে দেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোছা. জিলুফা সুলতানা।
এ সময় ডিডিএলজি ও অতিরিক্ত জেলা প্রশাসক সহ উর্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
ইউএনও নাহিদা সুলতানা হবিগঞ্জ জেলার ৯ টি উপজেলার মধ্যে উপজেলা নির্বাহী অফিসার এর ক্যাটাগরিতে ২০২৩-২০২৪ অর্থ বছরে শুদ্ধাচার পুরস্কার
এ মনোনীত হয়ে এ পুরস্কার গ্রহণ করলেন।তাঁকে শুদ্ধাচার পুরস্কার এ ভূষিত করায় তিনি হবিগঞ্জ এর জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা, ডিডিএলজি ও অতিরিক্ত জেলা প্রশাসক সহ সকলের প্রতি সশ্রদ্ধ কৃতজ্ঞতা জানান।
এ শুদ্ধাচার পুরস্কার প্রাপ্তির বিষয়ে জানতে চাইলে ইউএনও নাহিদা সুলতানা বলেন শুদ্ধাচার নিয়ে কাজ করতে আমি আমার অবস্থান থেকে যতটুকু করার তা করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর এ পুরষ্কার পেয়ে আমার দায়বদ্ধতা আরোও বেড়ে গেল। আমার এই পুরস্কার অর্জনের কৃতিত্ব আমার লাখাই টিম বিশেষ করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সকল সদস্যের যারা আমার প্রতিটা কাজে সহযোগিতা করেছেন। তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।
উল্লেখ্য ইউএনও নাহিদা সুলতানা ৮ জানুয়ারি /২০২৩ ইংরেজি তারিখে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদান করেন এবং সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন।