জামাল হোসেন লিটন,চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার মিরাশী ও রামীগাও ইইনিয়নের মধ্যবর্তী জলিলপুর-নোয়াবাদ রাস্তায় যান চলাচল ও জন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।প্রতিদিন ঐ এলাকার শত শত মানুষের চলাচলের এক মাত্র রাস্তা এটিই।
জলিলপুর,নোয়াবাদ, কমলপুর,শাহাপুর ও কুমার কাদা, কালা মানিক’ শার লোকজন এই রাস্তা দিয়ে চলাচল করে। প্রচুর বৃষ্টির কারনে এ রাস্তাটি কাদায় এমনভাবে পরিনত হয়েছে দেখলে মনে হয় কৃষি আবাদ জমি। স্থানীয় ভোলারজুম বাজারে আসতে হলে ঐ এলাকার মানুষের চরম দূর্ভোগ পোহাতে হয়।
এই রাস্তাটি জলিলপুর শাহী ঈদগাহ হতে নোয়াবাদ হয়ে আদর্শ লালকেয়ার হয়ে হিমালিয়া বাজার পর্যন্ত অবস্হান করছে।
স্থানীয় টমটম ড্রইভার শাজাহান বলেন এই রাস্তা দিয়া যাইতে আমরার খুব কষ্ট হয়। আমি গাড়ি চালাইয়া রুজি রোজগার করি। এই রাস্তা দিয়া গাড়ি দিয়া যাওয়া দূরের কথা পায়ে হাইট্রা ওই জাইতাম পারিনা।
জরুরী ভিত্তিতে রাস্তাটি প্রাথমিক চলাচলের উপযোগী করে স্থায়ীভাবে রাস্তাটি পাকা করনের জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের প্রতি দাবী জানান ভূক্তভোগী এলাকাবাসী।