ডেস্ক : শীতের দিনে লিপস্টিক দেয়া একটা ঝামেলার ব্যাপারই বটে। একে তো ঠোঁট শুকিয়ে একাকার, অন্যদিকে লিপস্টিক লাগানোর পর সেটা খুব দ্রুত শুকিয়ে যায়। খুব দ্রুত শুকিয়ে গিয়ে ফাটা ফাটা দেখায়, ঠোঁট হয়ে ওঠে টান টান । যারা ম্যাট লিপস্টিক ব্যবহার করেন তাঁদের যন্ত্রণা আরও বেশি। অন্যদিকে গ্লসি লিপস্টিক দিলেও খুব বেশিক্ষণ স্থায়ী হয় না।
এইসব ঝামেলা থেকে মুক্তি পেতে জেনে রাখুন শীতের দিনে ঠোঁট রাঙাবার কিছু টিপস। এভাবে লিপস্টিক ব্যবহার করলে স্থায়ী হবে অনেকটা সময়।
– প্রথমেই ঠোঁট একটু স্ক্রাব করে নিন স্ক্রাবার দিয়ে। তারপর পানি দিয়ে ধুয়ে মুছে নিন।
-এই ভেজা ঠোঁটে অল্প করে কোন একটা ক্রিম মাখুন বা লিপ বাম আঙুলের সাথে নিয়ে ম্যাসাজ করুন।
-এবার ঠোঁটের আউট লাইন এঁকে নিন।
-আঁকা হলে যে রঙের লিপস্টিক দিতে চান, তাঁর চাইতে এক শেড হালকা রঙের ম্যাট লিপস্টিক দিয়ে ঠোঁট ভরাট করে নিন।
-এবার কাঙ্ক্ষিত রঙের লিপগ্লস নিন। এবং ঠোঁটে লাগিয়ে নিন।
-ব্যাস, তৈরি আপনার উইন্টার লিপ লুক। এভাবে লিপস্টিক দিলে চট করে নষ্ট হবার কোন ভয় নেই।