শায়েস্তাগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে জহুর চান বিবি মহিলা কলেজে বূধবার ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা ও বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
কলেজের আশরাফ উল্লাহ একাডেমিক ভবনে কলেজ অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রভাষক মো.শাহিন মিয়ার উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান, জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল্লাহ সর্দার, গভার্ণিং বডির সদস্য আব্দুল কাদির আসাদ।
জহুর চান বিবি মহিলা কলেজের শিক্ষার্থী তানজিন রহমান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ায় অনুষ্ঠানে তাকে পুরস্কৃত করা হয়। নির্বাচনী পরীক্ষায় সেরা ফলাফলকারী শিক্ষার্থীদের পুরস্কার এবং পরীক্ষার্থীদের হাতে প্রবেশপত্র তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, নারীরা এগিয়ে গেলে বাংলাদেশ এগিয়ে যায়। তাই মেয়েদের শিক্ষার ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।