আশিকুর রহমান, আজমিরীগঞ্জ:
হবিগঞ্জের আজমিরীগঞ্জের জলসুখা ইউনিয়নের নোয়াগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় পৌণে ৪ লক্ষ টাকার ইলেক্ট্রনিক্স মালামাল চুরির ঘটনায় এলাকার মো. মিজান লস্কর (২৮) নামে এক চিহ্নিত চোরকে আটক করেছে স্থানীয়রা।
আজমিরীগঞ্জ থানায় খবর দিলে থানার এসআই জয়ন্ত তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি টিম গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৯ টায় আটক করে থানায় নিয়ে আসে। ধৃত চোর এলাকার নোয়াগড় গ্রামের মো. এনাম লস্করের পুত্র।
উল্লেখ্য, আজমিরীগঞ্জের জলসুখা ইউনিয়নের নোয়াগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশ প্রহরী মো. আবু হানিফ (৩৫) কে উপরোল্লিখিত অভিযোগে আটক করে পুুলিশ। সে একই এলাকার নোয়াগড় গ্রামের বাসিন্দা মৃত কাজল মিয়ার পুত্র।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবদুলাল রায় কর্তৃক দায়ের করা লিখিত অভিযোগের প্রেক্ষিতে নৈশ প্রহরীকে গত রবিবার গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুুলিশ।
প্রসঙ্গত, আজমিরীগঞ্জের জলসুখার ইউনিয়নের নোয়াগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ২০০৫ সালে পুনঃনির্মাণ করা হয়। একই এলাকার নোয়াগড় গ্রামের বাসিন্দা মৃত- কাজল মিয়ার পুত্র মো. আবু হানিফ (৩৫) ওই বিদ্যালয়ে অস্থায়ী ভাবে দপ্তরি কাম নৈশ প্রহরী হিসেবে কর্মরত আছেন। গত শুক্রবার বিকাল ৩ টা থেকে শনিবার সকাল পৌণে ৮ টার মধ্যে বিদ্যালয়ের দ্বিতীয় তলার পাক-প্রাথমিক কক্ষ হইতে ইলেক্ট্রনিক্স মালামাল চুরি হয়।
চুরি হওয়া মালামাল হচ্ছে, ৫৫ ইঞ্চি ডুয়েল স্মার্ট টিভি মূল্য- ৬০ হাজার, ৩০ টি ডুয়েল ট্যাবলেট প্রতিটি ১০ হাজার টাকা করে ৩ লক্ষ টাকা, ৩০ লিটার প্লাস্টিকের বালতি মূল্য- ৩০০ টাকা ও ১৫৭ ফুট পানির পাইপ মূল্য- ২৫০০ টাকা অর্থাৎ সর্বমোট- ৩ লক্ষ ৬২ হাজার ৮’শ টাকার মালামাল চুরি হয়।