এস এইচ টিটু :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ডিউটিরত অবস্তায় ট্রাক চাপায় ঘটনাস্থলেই প্রাণ গেলো হাইওয়ে থানা পুলিশের কনস্টেবল রবিউল হক (২৫) এর।
বুধবার (২৬ জুন) ভোর রাত সাড়ে ৫ টায় শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে দূর্ঘটনাটি ঘটে।
পুলিশ জানায় ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ বিরামচর এলাকায় প্রতিদিনের ন্যায় হাইওয়ে থানার সামনে চেকপোস্ট বসানো হয়।
ভোর রাত সাড়ে ৫ টায় দিকে ঢাকাগামী একটি ট্রাক( ঢাকা মেট্রো ট -২০-৪৬৬৭) চেকপোস্ট অমান্য করে সড়কে দাড়িয়ে থাকা পুলিশ কনস্টেবল রবিউল হক কে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
নিহত রবিউল হক চট্রগামের ফটিকছড়ি উপজেলার আলমপুর গ্রামের ছায়দুল হকের ছেলে।
এ সময় ট্রাক চালক চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চাকপাড়া গ্রামের মাজেদ মিয়ার ছেলে কামাল (৫২), একই এলাকার নুরুল ইসলামের ছেলে রমজান (১৮) ও মো. মনিরুল ইসলাম (২৬) কে আটক করা হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করছেন।