আশিকুর রহমান,আজমিরীগঞ্জ প্রতিনিধি:
মহান জাতীয় সংসদে হবিগঞ্জ-২ আজমিরীগঞ্জ-বানিয়াচং আসনের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা উপস্থাপন করলেন হবিগঞ্জ-২ আসনের সাংসদ ও স্বরাষ্ট্র এবং আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল।
২২শে জুন রোজ শনিবার সন্ধ্যায় মহান সংসদে দাঁড়িয়ে বাজেট অধিবেশনের ৮মিনিটের বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে,প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার ড.শিরিন শারমিন চৌধুরীকে ধন্যবাদ দিয়ে বক্তব্য শুরু করেন তিনি।
এসময় এমপি রুয়েল স্বাস্থ্য মন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আপনার প্রথম কর্মস্থল। এইখানে ডিজিটাল এক্সরে মেশিন, আলট্রাসনোগ্রাম মেশিন এবং নতুন অ্যাম্বুলেন্সসহ জনবল সংকট নিরসনে আপনার সুদৃষ্টি কামনা করছি। আমি আশা করছি অতি শীঘ্রই বানিয়াচংবাসী আপনার কাছ থেকে সেবা পেয়ে উপকৃত হবে।
তিনি বলেন, আজমিরীগঞ্জ থেকে কাকাইলছেও রাস্তা,বদলপুর-পাহাড়পুর রাস্তা সংস্কার করে প্রশস্ত করা প্রয়োজন হয়ে পড়েছে। আজমিরীগঞ্জ উপজেলা পরিষদে নতুন ভবন, দৃষ্টিনন্দন স্টেডিয়াম করা প্রয়োজন।
বানিয়াচং সদরে জলাবদ্ধতা দুর করার জন্য ড্রেনেজ ব্যবস্থা করা একান্ত প্রয়োজন। কাগাপাশা থেকে চকবাজার রাস্তা,বড়ইউড়ি থেকে পুকড়া,খাগাউড়া রাস্তা ব্রিজসহ অনেক উন্নয়ন কাজ করা দরকার বলে বক্তব্যে তুলে ধরেন তিনি।
বানিয়াচং-আজমিরীগঞ্জ-নবীগঞ্জ-হবিগঞ্জ চারলেনের রাস্তার করার প্রস্তাব ও করেন এমপি রুয়েল। তাছাড়াও হাওর অঞ্চলে জনব্যবস্থা উন্নয়নে প্রকল্পটি খুব জরুরি বলে তার বক্তব্যে তুলে ধরা হয়। বানিয়াচং-আজমিরীগঞ্জ শরীফ উদ্দিন রোড সংস্কার করতে ইতিমধ্যে ৩২ কোটি টাকা বরাদ্দ দেয়ায় তিনি সড়ক ও যোগাযোগ মন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন। জাতীয় মহান সংসদে উপজেলা আওয়ামী লীগের সভাপতির নামে একটি রাস্তা নামকরণ করার প্রস্তাব ও উত্থাপন করেন এমপি রুয়েল ।