আশিকুর রহমান,আজমিরীগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ জুন রোববার সকাল ১১ টায় উপজেলা মিলনায়তনে উক্ত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আলাউদ্দিন মিয়া ‘র সভাপতিত্বে সভার পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল ভৌমিক।
উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী সহ কমিটির সদস্যবৃন্দ উক্ত বিশেষ সভায় উপস্থিত ছিলেন।
এ সময় তারা নিজ নিজ দপ্তরের আগাম দুর্যোগ প্রস্তুতি সম্পর্কে আলোচনা করেন। প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী কর্মকর্তা জুয়েল ভৌমিক বলেন যদি এমন কোন পরিবেশ তৈরি হয় তবুও আমাদের যথেষ্ট খাদ্য মজুদ রয়েছে এবং আমরা সব দিক থেকেই প্রস্তুত রয়েছি যে কোন অনাকাঙ্ক্ষিত দুর্যোগ মোকাবেলায়। তিনি সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীকে নিজ দায়িত্ব পালন সহ নিজ ষ্টেশনে থাকার আহবান জানান এবং আমাদের কন্ট্রোল রুমের নাম্বার ২৪ ঘন্টা খোলা আছে যে কোন প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন।
এ সময় সভাপতির বক্তব্যে চেয়ারম্যান মো. আলাউদ্দিন মিয়া বলেন আমরা যখন বাড়ি ঘর তৈরি করব উচুকরে তৈরি করব যাতে অল্প পানিতে তলিয়ে না যায়, এবং বন্যার পরিস্থিতি মোকাবেলা করতে পারি। যে রাস্তাগুলো পানিতে ডুবে গিয়েছে সেগুলোর বেশির ভাগ অংশে এখনো পানি উঠে নাই। তবে আগামীতে কাজ করার সময় বিষয়টি নজরে রাখবেন অন্যন্যদের উদ্দেশ্য তিনি আরও বলেন আমরা সবাই মিলে যেন যে কোন পরিস্থিতি মোকাবেলা করতে পারি সে জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবোধ মন্ডল, আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ডালিম আহমেদ,প্রকৌশলী তানজিদ উল্লাহ সিদ্দিকী প্রমুখ।