দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক :
সময় যত গড়াচ্ছে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির তত অবনতি হচ্ছে। ফলে পানিবন্দী মানুষ ছুটছেন আশ্রয়কেন্দ্রে। বিশেষ করে সুনামগঞ্জ সদর, তাহিরপুর, দোয়ারাবাজার ও ছাতক উপজেলার মানুষ ঘরবাড়ি ফেলে জীবন বাঁচাতে আশ্রয়কেন্দ্রে যাচ্ছেন।
এদিকে জেলা প্রশাসনের তথ্য মতে, সাত উপজেলার ৭৮ ইউনিয়নের ১০১৮ গ্রামের ছয় লাখ ৬০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। প্রশাসনের পক্ষ থেকে তাদের আশ্রয়কেন্দ্রে পাঠানো হচ্ছে। এখন পর্যন্ত জেলায় ৫১৬টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সেখানে ইতিমধ্যে ১৮ হাজার ৪২৯ বন্যা দুর্গত মানুষ আশ্রয় নিয়েছেন।
সুনামগঞ্জের জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরী বলেন, বন্যা মোকাবিলায় ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পানিবন্দী মানুষদের উদ্ধারে চেষ্টা চলছে।
সুনামগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার বলেন, সুরমা নদীর পানি কোনো কোনো স্থানে সামান্য কমেছে। তবে আগামী ৪৮ ঘণ্টা ভারী, অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই পানি আরও বাড়তে পারে। যদি উজানে বেশি বৃষ্টি হয়, তাহলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে।