অনলাইন ডেস্ক :
কুমিল্লার চৌদ্দগ্রামে পিকআপ ভ্যানে থাকা পানের ঝুড়ি থেকে ৫৪ হাজার ইয়াবা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মো. ইয়াসিনকে (২৭) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
রোববার (১৬ জুন) উপজেলার ঘোলপাশা যুগিরখিল এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবাজব্দ করা হয়।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা রাতে এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার ঘোলপাশা যুগিরখিল এলাকায় চেকপোস্ট বসানো হয়। এসময় পুলিশ দেখে একটি পিকআপ ভ্যানে হঠাৎ থামিয়ে চালকসহ তিন যুবক পালিয়ে যান। পরে ভ্যানটি তল্লাশি করে এরমধ্যে থাকা পান ভর্তি ঝুড়ির ভেতর থেকে ৫৪ হাজার ইয়াবা জব্দ করা হয়।
তিনি আরও বলেন, যুগিরখিল গ্রামের লোকজন পিকআপের চালক মো. ইয়াসিনকে চোর সন্দেহে আটক করে গণধোলায় দিয়ে হাসপাতালে ভর্তি করে। পরে খবর পেয়ে চৌদ্দগ্রাম হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।