অনলাইন ডেস্ক :
সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা বিজিবির অভিযানে ১১ ট্রাক ভারতীয় চিনি জব্দ করা হয়েছে।
শনিবার (১৫ জুন) সকাল ১০টায় জৈন্তাপুর মডেল থানার ২০০ গজ পশ্চিমে সিলেট-তামাবিল মহাসড়কের ঘিলাতৈল গ্রাম এলাকা থেকে এসব ভারতীয় চিনি জব্দ করা হয়।
সিলেট সেক্টর বিজিবির অধীনস্থ ১৯ বিজিবির আওতাধীন জৈন্তাপুর রাজবাড়ি ক্যাম্প এই অভিযান পরিচালনা করে ১১ ট্রাক ভারতীয় চিনি জব্দ করে। বিজিবির উপস্থিত টের পেয়ে ট্রাক রেখে চালকসহ চোরাকারবারিরা পালিয়ে যায়।
জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মোঃ আসাদুন্নবী, পিএসসি।