শায়েস্তাগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন পর্যায়ের জনগন ও ছাত্রছাত্রীদের সাথে নিরাপদ সড়ক, বাল্যবিবাহ প্রতিরোধ,দাঙ্গা হাঙ্গামা দমনের লক্ষ্যে সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত হয়।
১২ জুন বুধবার শায়েস্তাগঞ্জ ইসলামী একডেমি এন্ড হাইস্কুলে অনুষ্ঠিত হয় এ সভা।
অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার মিতা।
তিনি তার বক্তব্যে বলেন, ছাত্রছাত্রীদের নিরাপদ সড়ক বিষয়ে ধারনা থাকতে হবে। বিশেষ করে বাল্যবিবাহ প্রতিরোধে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।কিছু দুষ্কৃতকারী দাঙ্গা হাঙ্গামা মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের বিষয়ে আমাদের সব সময় সচেতন থাকতে হবে।
এ ছাড়া আরো বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য অফিসার কনিক চন্দ্র শর্মা, একাডেমিক সুপার ভাইজার জগদীশ দাশ তালুকদার, ইসলামি একাডেমি এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক মো.নুরুল হক প্রমুখ।