নিজস্ব প্রতিবেদক:
হবিগঞ্জের বাহুবলে ইয়াবাসহ ডিবি পুলিশের হাতে এক সিএনজি চালক আটক হয়েছে।
গতকাল বুধবার দুপুর ২টার দিকে উপজেলার জাঙ্গালিয়া এলাকার মাসুকের চায়ের দোকানের সামনে সিএনজিসহ ফজল মিয়াকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলা ডিবি পুলিশের এসআই সোহেল রানার নেতৃত্বে একদল পুলিশ বাহুবলের বাবনাকান্দি গ্রামের ইউনুস আলীর ছেলে আবুল ফজল (৩৫) কে ২ প্যাকেটে (২০০) পিস ইয়াবাসহ আটক করা হয়। আটককৃত আবুল ফজল সিএনজিসহ হবিগঞ্জ ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
এসআই সোহেল রানা বক্তব্যে বলেন, ডিবি কার্যালয়ে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, সে নিজে মাদক সেবন করে এবং বিভিন্ন জায়গাও সিএনজি যোগে বিক্রি করে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে বাহুবল মডেল থানায় পাঠানো হবে।