স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ জুন) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক ও ক্রিশ্চিয়ান এইড’র কারিগরি সহযোগিতায় বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মো.জালাল উদ্দিন রুমির সভাপতিত্বে এবং বিভাগীয় সমন্বয়কারী সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার মিতা।
সভায় শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকারের মাধ্যমে দলিত, হিজরা, প্রতিবন্ধি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সকল সরকারি সুবিধা প্রাপ্তি নিশ্চিত করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন এবং বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় তাদের সক্রিয় অংশ গ্রহন নিশ্চিত করার ব্যপারে আলোচনা করা হয়।