বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:০১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
হবিগঞ্জ জেলার অনলাইন নিউজ পোর্টালের মধ্যে অন্যতম ও সংবাদ মাধ্যমে আলোড়ন সৃষ্টিকারী গণমাধ্যম দৈনিক শায়েস্তাগঞ্জ ডট কম-এ জরুরী ভিত্তিতে হবিগঞ্জ,নবীগঞ্জ,শায়েস্তাগঞ্জ,চুনারুঘাট,মাধবপুর,বাহুবল,বানিয়াচং,আজমিরিগঞ্জ,থানার সকল ইউনিয়ন,কলেজ, স্কুল থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ যোগাযোগ করুন নিম্ন ঠিকানায় ইমেইল করার জন্য বলা হলো। Email : shaistaganjnews@gmail.com Phone: 01716439625 & 01740943082 ধন্যবাদ, সম্পাদক দৈনিক শায়েস্তাগঞ্জ

চুনারুঘাট উপজেলা নির্বাচনে বিজয়ী যারা

দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক ::
  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

শেখ মো.হারুনুর রশীদ,চুনারুঘাট :

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির সদ্য পদত্যাগকারী সভাপতি স্বতন্ত্র প্রার্থী সৈয়দ লিয়াকত হাসান,ভাইস চেয়ারম্যান পদে আদমপুর মাদ্রাসার সুপারেন্টিনডেন্ট মো. আব্দুল কাইয়ূম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বাংলাদেশ চা কন্যা নারী সংগঠনের সভাপতি চানপুর বাগানের বাসিন্দা মোছা. খায়রুন আক্তার বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

বুধবার(৫জুন) দিবাগত রাত ১০টায় চুনারুঘাট উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আয়েশা আক্তার তাদের ফলাফলের বিষয়টি নিশ্চিত করে বলেন, চূড়ান্ত ফলাফল বৃহস্পতিবার (৬জুন) এডিসি ও রিটার্নিং কর্মকর্তা প্রিয়াঙ্কা পাল ঘোষণা করবেন।

চেয়ারম্যান পদে-সৈয়দ লিয়াকত হাসান(ঘোড়া) প্রতীকে ৫২৮২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আবু তাহের(আনারস)প্রতীকে পেয়েছেন ৩৫৫৬২ ভোট।

এছাড়াও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক স্বতন্ত্র প্রার্থী লুৎফুর রহমান চৌধুরী (কৈ মাছ)প্রতীকে ৮৬২৩ ভোট,মো. রায়হান উদ্দিন (মোটর সাইকেল) প্রতীকে ৬৬৭২ ভোট,হাবিবুর রহমান জুয়েল(কাপ-পিরিচ)প্রতীকে ১৭৪০ ভোট পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে মো. আব্দুল কাইয়ূম তরফদার ২৮৯৭৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বি উজ্জল কুমার দাশ(বই)প্রতীকে পেয়েছেন ১৯০৫১ ভোট।

এছাড়াও ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. মখলিছুর রহমান (টিয়া পাখি)প্রতীকে পেয়েছেন ১৭৯১৬ ভোট,মো. লুৎফুর রহমান (চশমা) প্রতীকে ১৭৮৭৬ ভোট,মো. শাহজান মিয়া তালা প্রতীকে ১২৮৮১ ভোট,মো. কবির মিয়া খন্দকার টিউবওয়েল প্রতীকে ৩৮৫৫ ভোট,আজিজুল হক তালুকদার(উড়োজাহাজ)প্রতীকে ৩৭৩৮ ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে খায়রুন আক্তার ৭৬২৮১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কাজী সাফিয়া(হাঁস) প্রতীকে পেয়েছেন ১২০২১ভোট,আবিদা খাতুন (ফুটবল) প্রতীকে ৮৮৭৩ ভোট,ইয়াসমিন আক্তার মুক্তা(বৈদ্যুতিক পাখা) প্রতীকে ৪১৬৮ ভোট,
পারুল আক্তার(পদ্মফুল) প্রতীকে ৩১৪৮ ভোট পেয়েছেন।নির্বাচনে ৩ পদে সর্বমোট ১৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে ৩জন বিজয়ী হয়েছেন।

বড় ধরনের কোনো বিশৃঙ্খলার ছাড়াই নির্বাচন কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে জানান নির্বাচন কমিশন।

প্রসঙ্গত, ৬ষ্ঠ উপজেলা নির্বাচনে ৪র্থ ধাপে চুনারুঘাট উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।নির্বাচনে মোট ৮৫টি ভোট কেন্দ্রের ৬০৭ টি ভোটকক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

১০টি ইউনিয়ন পরিষদ ও ১টি পৌরসভা নিয়ে গঠিত চুনারুঘাট উপজেলায় মোট ভোটার সংখ্যা ২,৪৮,৯০৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১,২৪,৭৫৬ জন,মহিলা ভোটার সংখ্যা ১,২৪,১৫২জন।তবে খুব কম সংখ্যক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।নির্বাচনী মাঠে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের একাধিক মোবাইল টিম,১১জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন।

প্রত্যেক ভোট কেন্দ্রে পুলিশের ১জন এসআই/এএসআই এর নেতৃত্বে পুলিশ,আনসার ও গ্রাম পুলিশের সমন্বয়ে কেন্দ্রভেদে ১৫/২০জনের আইনশৃঙ্খলা বাহিনীর টিম দায়িত্ব পালন করেন।এছাড়াও ৪ প্লাটুন বিজিবি ও র‍্যাবের দুটি টিম নিয়োজিত ছিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2020 shaistaganj.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarshaista41
error: Content is protected !!