দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক :
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপে হবিগঞ্জ জেলার চুনারুঘাট ও মাধবপুর দুই উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে জয় পেয়েছেন বিএনপির দুই নেতা।
দুই উপজেলায় সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
চুনারুঘাট উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ লিয়াকত হাসান ঘোড়া প্রতীক নিয়ে ৫৭ হাজর ৬৫৪টি ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনারস প্রতীকে নির্বাচন করা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আবু তাহের পেয়েছেন ৪৬ হাজার ২১৯টি ভোট পেয়েছেন। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪৮ হাজার ৯০৮।
এদিকে, মাধবপুর উপজেলা পরিষদ নির্বাচনে শিল্পপতি বিএনপির বহিষ্কৃত প্রার্থী জেলা বিএনপি সাবেক সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ শাহজাহান ঘোড়া প্রতীক নিয়ে ৬২ হাজার ৪৮২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনারস প্রতীকে নির্বাচন করা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারমান জাকির হোসেন চৌধুরী অসীম পেয়েছেন ৩৭ হাজার ৭৮৬ ভোট পেয়েছেন। মাধবপুরে মোট ভোটার ২ লাখ ৭২ হাজার ৭৬৫।
বুধবার (৫জুন) রাতে দুই উপজেলার নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা বেসরকারিভাবে ফল ঘোষণা করেন।