বাহার উদ্দিন, লাখাই থেকে :
লাখাইয়ে টানা তৃতীয় বারের মতো উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামিলীগ এর সভাপতি এডভোকেট মুশফিউল আলম আজাদ।
ঘোষিত ফলাফল অনুযায়ী এডভোকেট মুশফিউল আলম আজাদ হেট্টিক বিজয় অর্জন করে বেসরকারি ভাবে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এডভোকেট মুশফিউল আলম আজাদ এর কৈ মাছ প্রতীকে ৩২ হাজার ৯২২ ভোট পেয়ে বেসরকারি ভাবে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহফজুল আলম মাহফুজ ( মোটরসাইকেল) পেয়েছেন ২৪ হাজার ৪৪৫ ভোট।
ভাইস চেয়ারম্যান ( পুরুষ) পদে ২৩ হাজার ৩৭৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন আরিফ আল হাসান( টিয়াপাখি)।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রাসেল আহমেদ( চশমা) পেয়েছেন ১৪ হাজার ২৫৭ ভোট।
ভাইস চেয়ারম্যান( মহিলা) পদে ২৬ হাজার ৬৭৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন প্রিয়া আক্তার(ফুটবল)
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নাঈমা আক্তার সুমী (প্রজাপতি) পেয়েছেন ২১ হাজার ৮১৫ ভোট।
এফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ আবুল কাসেম।
উপজেলা নির্বাচন কর্মকর্তার সূত্রে জানা যায় উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এ মোট কাস্টিং ভোট ৭২ হাজার ৬৫১ ভোট যা মোট ভোটারের শতকরা ৫৬.৩৮ শতাংশ।