মোঃ আশিকুর রহমান,আজমিরীগঞ্জ প্রতিনিধি :
সংসারের অভাব অনটনের কারনে মনের দুঃখে হবিগঞ্জের আজমিরীগঞ্জের দুই সন্তানের জননী আত্মহত্যা করেছে।
এই ঘটনাটি ঘটে আজমিরীগঞ্জ উপজেলার ২নং বদলপুর ইউনিয়নের অন্তর্গত ৫নং ওর্য়াডের মাটিয়াকারা সুনামপুর গ্রামের রুবেল দাসের স্ত্রী মনতারা বালা দাস(২৬)নিজ বসত ঘরে, গত ২৪শে মে রোজ শুক্রবার সকাল প্রায় ৯ঘটিকার সময় ঘরে রাখা ইঁদুরের ঔষধ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় রুবেল দাস সকাল প্রায় ৮ ঘটিকার সময় পাহাড়পুর বাজারের পাশে স-মিলে কাজে চলে যাওয়ার পরে মনতারা বালা দাস পরিবারের সবার অগোচরে বিষ ( ইদুর মারার বিষ) খেয়ে বিছানায় ছটফট করিতে থাকে।
তখনি মনতারা বালা দাসের শাশুড়ী আগতি বালা দাস দেখতে পেয়ে শোর চিৎকার করিলে পরিবারের অন্যান্য লোক জন এসে ভিকটিম মনতারা বালা দাসকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসা শেষে কিছুটা সুস্থ্য হইলে হবিগঞ্জ যাওয়ার জন্য ডাক্তার রেফার্ড করেন। মনতারা বালা দাসের পারিবারিক অবস্থা দূর্বল থাকায় তাহার মাতা সুপ্রভা রানী দাস এবং তাহার স্বামী রুবেল দাস তাৎক্ষনিক তাহাদের বাড়িতে নিয়া যায়।
লোকজনের নিকট হইতে টাকা সংগ্রহ করে পুনরায় হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতকালে মনতারা বালা দাস তাহার বাড়িতে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে মৃত্যু বরন করেন। এবং আজমিরীগঞ্জ থানায় সংবাদ অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহম্মদ এর নির্দেশক্রমে এসআই/ মোঃ আঃ সালাম মনতারা বালা দাসের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করতঃ লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল প্রেরণ করেন।
এই বিষয় নিয়ে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহম্মদ সঙ্গে ফোনে আলাপ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান তার লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ প্রেরণ করা হয়ছে ময়না তদন্ত শেষে শেষ কৃত সম্পাদন করা হবে৷
জানা যায়,শনিবার (২৫ মে) ময়না তদন্ত শেষে মনতারা বালা দাসকে গ্রামের বাড়িত শ্বশান ঘাটে শেষ কৃত সম্পাদন করা হয়৷