লাখাই প্রতিনিধি :
হবিগঞ্জের লাখাইয়ে দোকানের সিলিং এর সাথে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার(২৪ মে) দিনগত রাতে উপজেলার বুল্লা বাজারস্থ অনামিকা স্বর্ন শিল্পালয়ের কর্মচারী শিপন দাস (২২) দোকানের সিলিং এর সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার সাপান্তর গ্রামের নিলেশ দাস এর পুত্র।
সংবাদ পেয়ে শনিবার(২৫ মে) থানা পুলিশের উপপরিদর্শক ( এসআই) বিপুল চন্দ্র ভৌতিক মরদেহ উদ্ধার করে মরদেহে র সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে প্রেরন করা হয়েছে।
সূত্রে আরোও জানা যায় শিপন দাস মানসিক ভারসাম্যহীন ছিলেন।