বাহার উদ্দিন, লাখাই থেকে :
“অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণ মূলক নির্বাচন নিশ্চতে সব ধরনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে। কেউ নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করার কোন সুযোগ নেই তবে যদি কেউ প্রভাব বিস্তারের চেষ্টা করে তা হলে তাৎক্ষণিক বিশৃঙ্খলাকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে” লাখাইয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরুক্ত কথা গুলো বলেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা।
শনিবার (২৫ মে) সকাল ১১টায় লাখাই উপজেলা পরিষদ সভা কক্ষে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সকল প্রার্থীগন, মুক্তিযোদ্ধা , জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশিল সমাজের সাথে মতবিনিময় সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ,এন,ও) নাহিদা সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আক্তার হোসেন বিপিএম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা বলেন, সকল প্রার্থীকে নির্বাচন কমিশনের দেয়া আচরণ বিধি মেনে চলার আহবান জানান। কোথাও কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির আশংকা থাকে তা হলে দ্রুত প্রশাসনকে অবগত করতে হবে। ভোটার কে কোন প্রকার ভয়ভীতি প্রদর্শন করা যাবে না।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার আক্তার হোসেন বিপিএম সেবা বলেন আগামী ২৯ মে লাখাই উপজেলা পরিষদ নির্বাচনে কোন প্রার্থী বা তাদের সমর্থকরা পেশিশক্তির মাধ্যমে কিছু করতে গেলে প্রথমেই হাসপাতাল পরে কারাগারে যেতে হবে এক্ষেত্রে কাউকে ছাড় দেয়া হবেনা।
সভায় উপস্থিত প্রার্থীরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে সব ধরনের প্রচার-প্রচারণা করবেন বলে জানান।
একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সবধরনের আশ্বাস দেন প্রার্থীরা। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সিলেট ও রিটার্নিং কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম রাকিব। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল খায়ের।