নিজস্ব প্রতিবেদক :
শায়েস্তাগঞ্জে ট্রাকের চাপায় সুহান মিয়া (১৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ মে) রাত সাড়ে সাতটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ মাহিন্দ্রা ট্রাক্টরের শোরুমের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী থেকে এবার এসএসসি পাস করেছে। সুহান মিয়া নছরতপুর মা ফিলিং স্টেশন এর স্বত্বাধিকারী কদর আলীর দ্বিতীয় ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে সাতটার দিকে সোহান মিয়া মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ মাহিন্দ্রা ট্রাক্টরের শোরুমের সামনে অজ্ঞাতনামা একটি ট্রাক চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর ট্রাক পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সরজমিনে গিয়ে তার বাড়িতে দেখা যায়, তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। শত শত মানুষ এক নজর দেখার জন্য ছুটে আসেন অনেকেই সুহানের লাশ দেখে অকালে চলে যাওয়াটা মেনে নিতে পারেননি, চোখের পানি আটকিয়ে রাখতে পারেননি অনেকেই।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
মেধাবী শিক্ষার্থী সুহান এর অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দৈনিক শায়েস্তাগঞ্জ ডটকম পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাখাওয়াত হোসেন টিটু। এক শোক বার্তায় তিনি জানান তার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা দৈনিক শায়েস্তাগঞ্জ পরিবার এই মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
জানা যায়, মেধাবী শিক্ষার্থী সুহান এর জানাজা নামাজ বুধবার সকাল সাড়ে ১০ টায় নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।