হবিগঞ্জ প্রতিনিধি :
এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় হবিগঞ্জে শুভ মিয়া (১৬ নামে ) আরও এক শিক্ষার্থী বিষপানে আত্মহত্যা করেছে। সে সদর উপজেলার পইল পশ্চিম পাড়া গ্রামের লিলু মিয়ার ছেলে ও পইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। রবিবার (১২মে) দিবাগত রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় জেলা সদর হাসপাতালে মারা যায়।
জানা যায়, শুভ মিয়া চলতি বছর পইল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। রবিবার পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এতে ইংরেজীতে অকৃতকার্য হওয়ায় পরীক্ষায় সে ফেল করে। সেই অভিমানে পরিবারে অগোচরে ইঁদুর মারার বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে শুভ মিয়া। পরে পরিবারের লোকজন বুঝতে পেরে তাকে সদর হাসপাতালে নিয়ে আসেন। রাত ১২টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুভ মিয়া মারা যায়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।