এস এইচ টিটু :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে তেলবাহী ট্যাংকলরি নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালের সঙ্গে ধাক্কা লাগে এতে চালক গুরুত্বর আহত হন।
১২ মে( রবিবার) সকাল সাড়ে ৬টার দিকে শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, মহাসড়ক দিয়ে সিলেট যাওয়ার পথে যমুনা কোম্পানির তেলবাহী ট্যাংকলরি (চট্ট, মেট্রো-ঢ-৪১-০৬৪০)নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা এক বাড়ির বাউন্ডারির দেয়ালে আঘাত করে।
স্থানীয়রা জানান, অলিপুরগামী এক মেক্সী গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ থেকে বাঁচাতে গিয়ে ড্রাইভার মহাসড়কের পাশে এক বাড়ির বাউন্ডারির দেয়ালে আঘাত করে এতে ড্রাইভার এর এক পা ভেঙে গিয়ে গুরুত্বর আহত হয়। অল্পের জন্য মেক্সিতে থাকা যাত্রীরা বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যায়।
স্থানীয়রা তেলবাহী ট্যাংকলরি ড্রাইভারকে আহত অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।আহত ড্রাইভার মোঃ সেন্টু মিয়া(৫৫) বরিশাল জেলার মোঃ বেলায়াত খাঁন এর পুত্র।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ইনচার্জ (ওসি) বদরুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক শায়েস্তাগঞ্জকে জানান, আহত ড্রাইভারকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে পায়ের আঘাত গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিকভাবে তাঁকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন।