বাহুবল প্রতিনিধি :
বাহুবলে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ মে বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে জন স্বাস্থ্য পুষ্টি প্রতিষ্টানের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
ডাক্তার বাবুল কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার সুমাইয়া আক্তার, ডাক্তার মিজানুর রহমান, বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর প্রমু্খ।
আগামী ১৫ মে পর্যন্ত পুষ্টি সপ্তাহের কার্যক্রম পরিচালনা করা হবে।