স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত প্রথম নারী চেয়ারম্যান আলেয়া আক্তার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ তাজুল ইসলামের সঙ্গে সৌজন্য স্বাক্ষাৎ করেছেন।
তিনি গতকাল মঙ্গলবার মন্ত্রীর দপ্তরে গিয়ে তঁাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় টানা চতুর্থবার নির্বাচিত সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময় শেষে জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তার হবিগঞ্জ জেলার জন্য বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা মন্ত্রীর সামনে তুলে ধরেন এবং হবিগঞ্জবাসীর পক্ষ থেকে প্রয়োজনীয় বরাদ্দ পাওয়ার জন্য তঁার নিকট দাবি জানান।