সুতাং প্রতিনিধি :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রলীগের অর্ন্তগত নূরপুর ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে চলমান তীব্র তাপদাহ থেকে সামান্য স্বস্তি পেতে স্থানীয় সুতাং বাজারে সাধারণ পথচারী, শ্রমিক, রিকসা-টমটম ড্রাইভার ও দিনমজুরদের মধ্যে ঠান্ডা শরবত বিতরণ করা হয়েছে।
নূরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ সোহানুর রহমান জানান, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী আমরা সবসময় মানবিক কাজে এগিয়ে আসি, এরই ধারাবাহিকতায় এই ঠান্ডা পানীয় বিতরণ। ভবিষ্যতেও আমরা মানবিক কাজ চালিয়ে যাব।
এসময় শরবত বিতরণ শেষে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোরাদ মিয়ার পরিচালনায় ও সভাপতি শেখ সোহানুর রহমানের সভাপতিত্বে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
উক্ত পথসভায় উপস্থিত ছিলেন নূরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন অপু, সাবেক আহ্বায়ক মুজিবুর রহমান উদয়, সাবেক যুগ্ম আহ্বায়ক ও শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবেদুর রহমান পাভেল, ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান রিমন, আমির উদ্দিন,আব্দুর রহমান হৃদয়, রাজু আহমেদ বিজয়, ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম জয়, বর্ষণ সূত্রধর, উদয় আহমেদ মাহিন, মাহমুদসহ প্রমুখ।