ডেস্ক : সিলেটে নির্মম নির্যাতনে খুন হওয়া কিশোর সামিউল আলম রাজনের হত্যার বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনালে গঠন করার আশ্বাস দিয়েছেন সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদিন।
মঙ্গলবার সকালে তিনি সামিউলদের গ্রামের বাড়ি সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের বাদেয়ালি গ্রামে উপস্থিত হয়ে এ আশ্বাস দেন। এ সময় তার সঙ্গে সিলেটের পুলিশ কমিশনার কামরুল আহসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তারা সামিউলের বাবা-মাকে সান্ত্বনা দেন। এ সময় জেলা প্রশাসক ২০ হাজার টাকার চেক সামিউলের বাবা-মায়ের হাতে তুলে দেন।
জেলা প্রশাসক জয়নাল আবেদিন বলেন, ‘রাজন হত্যা মামলাকে চাঞ্চল্যকর মামলা হিসেবে অভিহিত করা হবে। আইনশৃঙ্খলা কমিটির পরবর্তী বৈঠকেই এই মামলাটি চাঞ্চল্যকর মামলার তালিকাভুক্ত করা হবে।’
গত বুধবার নির্মম নির্যাতনের মাধ্যমে খুন করা হয় সামিউল আলম রাজনকে। এই মামলায় মুহিত আলম ও ইসমাইল হোসেন বর্তমানে রিমান্ডে রয়েছে। আরেক ঘাতক কামরুল ইসলাম জেদ্দায় ধরা পড়েছে।সূত্র : newspage24.com