স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর আশ্রয়নে বেড়াতে এসে খোয়াই নদীতে গোসলে নেমে ২ শিশু নিখোঁজ হয়েছেন। এরমাঝে মোশাহিদ মিয়া (৬) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। নিখোঁজ অপর শিশু জুনাঈদ মিয়া (১০) সংবাদ লিখা পর্যন্ত খোঁজে পাওয়া যায়নি। তারা হবিগঞ্জ সদর উপজেলার সুকড়িপাড়া গ্রামের ছালেক মিয়ার পুত্র।
শনিবার (২৭ এপ্রিল) দুপুর সাড়ে ২টার দিকে নদীতে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়।
শিশুদের মা মনোয়ারা খাতুন জানান, তিনি তার ২ ছেলেকে নিয়ে গতকাল বোনের বাড়িতে বেড়াতে আসেন।শনিবার দুপুরে ২ শিশু তাদের খালাতো ভাইয়ের সাথে নদীতে গোসলে যায়। এর পরে খালাতো ভাই বাড়িতে এসে জানায় যে তারা ২ জন নদীতে তলিয়ে গেছে।
সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনা চলে গেলেও ডুবুরি না থাকায় তারা উদ্ধার কার্যক্রম শুরু করতে পারেনি।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম দৈনিক শায়েস্তাগঞ্জকে জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে তিনটি ইউনিট ঘটনাস্থলে চলে যায় কিন্তু হবিগঞ্জ জেলার ডুবুরি অসুস্থ থাকায়। উদ্ধার কাজ শুরু করা যায়নি। সিলেট থেকে ডুবুরি আসলে উদ্ধার কাজ শুরু করবেন।