অনলাইন ডেস্ক :
রামপালের খুলনা-মোংলা মহাসড়কের চেয়ারম্যানের মোড় নামক স্থানে বেপরোয়া ট্রাকের চাপায় প্রাণ গেলে অটো ভ্যান চালকসহ ৩ জনের। খবর পেয়ে রামাপাল থানা পুলিশ, কাটাখালী হাইওয়ে থানা পুলিশ ও রামাপাল ফায়ারসার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।
পুলিশ ঘাতকসহ ট্রাকটিসহ চালক শাফায়ত (১৮) কে আটক করেছে।
রামাপাল থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (২৭ এপ্রিল) সকাল ৭ টা ৪০ মিনিটে খুলনা-মোংলা মহাসড়কের চেয়ারম্যানের মোড়ে খুলনাগামী ট্রাকটি যাত্রীবাহী অটোভ্যনটিকে চাপা দেয়। এ সময় অটোভ্যানে থাকা চালকসহ ৩ জন নিহত হন। ট্রাক চাপায় ঘটনাস্থলেই নিহত হন রামপাল উপজেলার ঝনঝনিয়া গ্রামের রাজ্জাক মোড়লের ছেলে সাইদ মোড়ল (৪৫)। গুরুতর আহত একই গ্রামের ইসলাম মোড়লের ছেলে মো. আজাদ ও কুমলাই গাববুনিয়া গ্রামের মকবুল হোসেনের ছেলে ভ্যান চালক মো. মনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষনা করেন।
রামাপাল থানার ওসি (তদন্ত) বিধান চন্দ্র বিশ্বাস জানান, ট্রাকটি হেলপার সাফায়েত চালাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে অটোভ্যান গাড়িটি চাপা দেয়।
এতে চালকসহ ৩ জন নিহত হন। ট্রাকটি জব্দসহ চালককে আটক করা হয়েছে। নিহতদের হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।