বাহুবল প্রতিনিধি :
হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত সীরাতুন্নবী সাঃ মাহফিলে দুর্বৃত্তের ছুরা ইটের আঘাতে দুই মুসল্লী আহত হয়েছেন।
২৬ জুলাই শুক্রবার রাত ৮টার দিকে মুসল্লীা অজু করতে গেলে গরুর বাজারের দিক থেকে ইটের টুকরো ছুড়ে মারলে এ আহতের ঘটনা ঘটে।
আহতরা হলেন, মাদ্রাসা ছাত্র স্থানীয় কামারগাও গ্রামের শরিফ উদ্দিন (২০) ও রঘুরাম গ্রামের মাওলানা আব্দুর রহিম মুন্সি হুজুর (৭৫)।
তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। তাৎক্ষণিক বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করে সবাইকে শান্ত থাকার আহবান জানান।
তবে এ ঘটনায় জের ধরে মুসল্লীদের মাঝে চাপা উত্তেজনা বিরাজ করছে।