স্টাফ রিপোর্টার :
সরকারের প্রতিটি উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়ন নিশ্চিতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের আন্তরিকভাবে দায়িত্ব পালনের জন্য বলেছেন টানা চতুর্থবার নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির।
তিনি বুধবার হবিগঞ্জ জেলা পরিষদের মাসিক সভায় উপদেষ্টার বক্তব্যে একথা বলেন।
জেলা পরিষদের চেয়ারম্যান আলেয়া আক্তার এর সভাপতিত্বে এ সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা বিস্তারিত আলোচনা করেন।
এমপি আবু জাহির আরও বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করছি। এক্ষেত্রে যার যার জায়গা থেকে সততার সাথে সবাইকে শতভাগ দায়িত্ব পালন করতে হবে।
সভায় আরও বক্তব্য রেখেছেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েলসহ পৌরসভার মেয়র, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা পরিষদের সদস্যবৃন্দ। সভার সঞ্চালনায় ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম।