মোহাম্মদ আলী সরকার, শায়েস্তাগঞ্জ:
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে রিপন মিয়া (৩০) নামে এক মোবাইল ফোন চোরকে হাতে নাতে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে জনতা।
আটক রিপন মিয়া হবিগঞ্জ সদর উপজেলার ভাটপাড়া গ্রামের জাহাঙ্গীর মিয়ার পুত্র। এ ঘটনাটি ঘটেছে গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,ওই সময় মৌলভী বাজার জেলার রাজনগর উপজেলার মোঃ মাসুম মিয়া নিজ বাড়ি যাবার জন্য শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজে শ্যামলী বাসের জন্য অপেক্ষা করছিলেন। একপর্যায়ে শ্যামলী বাসটি শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ পৌছলে তিনি বাসে উঠার প্রস্তুতি নেন। এরই ফাঁকে তার পকেট থেকে মোবাইল ফোনটি চুরি করে নিয়ে যায় রিপন মিয়া।
এ সময় তিনি সুর চিৎকার দিলে স্থানীয় জনতা তাকে আটক করে উত্তম মধ্যম দেয়।পরে মোবাইল ফোনের মালিক মাসুম মিয়া 999 নাম্বারে কল দিলে খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার এস আই আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ পৌছে। স্থানীয় জনতা এ সময় তাকে পুলিশের হাতে সোপর্দ করে। পুলিশ তাকে তল্লাশি করে দামি দুইটি মোবাইল ফোন উদ্ধার করে।
জানাযায়, উদ্ধারকৃত ওই দুটি মোবাইল ফোনের মধ্যে ১টি মাসুম মিয়ার ও অন্যটি শ্যামলী বাসের যাত্রী শ্রী নিবারণ পালের।
থানার এস আই আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান পুলিশ উপযুক্ত প্রমাণ পেয়ে মোবাইল ফোন দুটি উদ্ধার করে মালিকদের হাতে বুঝিয়ে দেন এবং চোরকে থানায় নিয়ে যাওয়া হয়।