রুবেল মিয়া, মাধবপুর প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরিতলা এলাকায় অবস্থিত বাদশা কোম্পানির ডরমেটরী থেকে জীবন (১৮) নামে এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
২২ এপ্রিল সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে গোপন সূত্রে খবর পেয়ে মাধবপুর থানার পরিদর্শক ((তদন্ত) আতিকুর রহমান ও এসআই মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছে ডরমেটরীর ভেতরে ফ্যানের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় জীবন মিয়ার মরদেহ উদ্ধার করেন।
তিনি বাদশা কোম্পানিতে কর্মরত ছিলেন। তিনি শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার আব্দুস সালামের ছেলে।
পুলিশ ঘটনা সত্যতা নিশ্চিত করে জানায়,হত্যার রহস্য উদঘাটনে লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।