বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধিঃ ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবল উপজেলায় কভার্ডভ্যান চাপায় সিএনজি চালক নিহত হয়েছে।
সোমবার বেলা দেড়টার দিকে উপজেলার দৌলতপুর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিএনজি চালক উপজেলার দৌলতপুর গ্রামের ছিদ্দিক মিয়ার ছেলে ছায়েদ মিয়া (৪০)।
নিহত ছায়েদ মিয়া দুই সন্তানের জনক।
পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কের উপজেলার দৌলতপুর নামকস্থানে সিএনজি নিয়ে দাড়িয়ে থাকা অবস্থায় ঢাকাগামী প্রাণ আরএফএল একটি কভার্ডভ্যান সিএনজি চালকে চাপা দিলে ঘটনাস্থলেই চালক মারা যায়।
উত্তেজিত জনতা ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় দেড়ঘন্টা অবরোধ করে রাখে।
খবরপেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা ও বাহুবল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজ আহমেদ ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাস্থল থেকে পিকআপটি আটক করা হয়েছে।