মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ জেলার মাধবপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় শিশু নিহত হয়েছে।
সোমবার দুপুরে মাধবপুর উপজেলার শাহজীবাজার এলাকার দরগা গেইট এলাকায় ট্রাকচাপায় এ্যাম্বুলেন্সে থাকা অজ্ঞাতপরিচয় এক শিশু নিহত ও তিন জন আহত হয়েছে।
আহতদেরকে গুরুতর অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হবিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন দুর্ঘটনায় শিশু নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, হবিগঞ্জ শহরের ২নং পুল এলাকার আব্দুল আলীর ছেলে এ্যাম্বুলেন্স চালক রুয়েল মিয়া। সে তার বোন শ্যামলা আক্তারের শশুরবাড়ি কুমিল্লায় দিয়ে আসার জন্য দুপুরে বাড়ি থেকে রওনা দেয়। ঢাকা-সিলেট মহাসড়কের দরগা গেইট এলাকায় পৌঁছালে সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাক চাপা দেয় এ্যাম্বুলেন্সটিকে। এতে তিন জন আহত হয়। আহতদের মধ্যে এক শিশুকে সিলেটে নেওয়ার পথে মারা যায়। আহত শিশুটির নাম তাৎক্ষণিক জানা যায়নি।
আহতরা হলেন, এ্যাম্বুলেন্সচালক রুয়েল মিয়া (৩০), তার বোন শ্যামলা বেগম (২২), শ্যামলা বেগমের শাশুড়ি সুরিয়া বেগম (৬৫)। তাদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।