স্পোর্টস ডেস্ক : অনুর্ধ্ব ১৪ হবিগঞ্জ জেলা দলকে গতকাল শনিবার ম্যাচ ড্রেস স্পন্সর করা হয়েছে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় নাজমুল হোসেন জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও খেলোয়াড়দের কাছে এ ড্রেস হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রউফ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, জেলা ক্রীড়া সংস্থার সহ-সাধারণ সম্পাদক ও ক্রিকেট কমিটির সাধারণ সম্পাদক মোঃ আমিনুর রশীদ এমরান, জেলা ক্রীড়া সংস্থার সহ- সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ ফখরুজ্জামান , জেলা কোচ মোঃ মঈন উদ্দিন তালুকদার সাচ্চু, জেলা ক্রীড়া সংস্থার সদস্য হুমায়ন কবির শাহেদ, অনুর্ধ্ব ১৪ দলের সহকারী কোচ মিজু আহমেদ রতন ও নাজমুল হোসেনের স্ত্রী অ্যানি লস্কর। এ সময় উপস্থিত খেলোয়ারদের উদ্দেশ্যে নাজমুল বলেন- লেখাপড়ার পাশাপাশি ক্রিকেটকে পেশা হিসেবে নিলে এবং পরিশ্রম করলে ভবিষ্যত অনেক উজ্জল হবে। প্রসঙ্গত, আগামী ২৪ ডিসেম্বর ইয়ং টাইগার অনুর্ধ্ব ১৪ বিভাগীয় ক্রিকেট র্টুনামেন্ট হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই র্টুনামেন্টে অংশগ্রহণের জন্য গত ২ মাস যাবত অনুশীলন করছে হবিগঞ্জ জেলা অনুর্ধ্ব ১৪ দল। ইতিমধ্যে অনুর্ধ্ব ১৪ দলের ১৮ সদস্য বিশিষ্ট স্কোয়াড ঘোষণা করা হয়েছে। গতকাল ড্রেস বিতরণ শেষে অনুর্ধ্ব ১৪ দলকে ২ ভাগে বিভক্ত করে একটি প্রস্তুতি ম্যাচ অনুষ্টিত হয়। আগামী ২২ ডিসেম্বর আরেকটি প্রস্তুতি ম্যাচ অনুষ্টিত হবে।