আকিকুর রহমান রুমন :
হবিগঞ্জ বানিয়াচংয়ের কুখ্যাত শিপন ডাকাতকে মৌলভীবাজার জেলার রাজনগর থানা পুলিশ গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত ডাকাত শিপন(৪১)মিয়া বানিয়াচং উপজেলা সদরের ১নং উত্তর পূর্ব ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চতুরঙ্গ রায়ের পাড়া মহল্লার ইব্রাহীম মিয়ার পুত্র।
পুলিশ সূত্রে জানাযায়,৫ এপ্রিল (শুক্রবার)জুম্মার নামাজের সময় রাজনগর সদরের গোবিন্দবাটি বাজারে ২/৩ টা দোকানের তালা ভেঙে নগদ ২ লাখ ৮০০০০ হাজার টাকা ও মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়।
এই অভিযোগের পরিপ্রক্ষিতে রাজনগর থানার অফিসার ইনচার্জ(ওসি)মোঃ আব্দুছ ছালেকের নেতৃত্বে এসআই শওকত,এএসআই ইলিয়াস সুহেলসহ একদল পুলিশ মৌলভীবাজারের জুগীডর এলাকায় সন্ধ্যা ৭টার দিকে অভিযান চালিয়ে নগদ ৮০ হাজার টাকাসহ শিপনকে গ্রেফতার করা হয়।
পরে ৬ এপ্রিল শনিবার তার বিরুদ্ধে ৪৫৪/৩৮০ ধারায় মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়।
কুখ্যাত শিপন ডাকাতের বিরুদ্ধে বানিয়াচং থানাসহ জেলা ও জেলার বাহিরে বিভিন্ন থানায় চুরি,ডাকাতির মামলা রয়েছে বলে থানা পুলিশ জানান।
এ ব্যাপারে রাজনগর থানার অফিসার ইনচার্জ(ওসি)মোঃ আব্দুছ ছালেক এর সাথে যোগাযোগ করা হলে তিনি এর সত্যতা নিশ্চিত করেন।