স্টাফ রিপোর্টার :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রথম নারী চেয়ারম্যান আলেয়া আক্তার।
গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথগ্রহণের পর তিনি ৩২ নম্বরের ঐতিহাসিক বাড়িতে গিয়ে জেলা পরিষদের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান।
এ সময় হবিগঞ্জ-৩ আসনে টানা চতুর্থবার নির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির তাঁর সঙ্গে ছিলেন।
শ্রদ্ধা নিবেদনের পর বাঙালির স্বাধীনতার ইতিহাস বয়ে বেড়ানো সেই বাড়ি পরির্দশন করেন এমপি আবু জাহির ও জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তার। তাঁরা জাতির পিতার ব্যবহৃত কক্ষ ও জিনিসপত্র পর্যবেক্ষণ করেছেন।
এ সময় হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নূরুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।