শিব্বির আহমদ আরজু, বানিয়াচং থেকে :
হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন জটিল (লিভার সিরোসিস ও ক্যান্সার প্রভৃতি) রোগীদের মাঝে ৩২ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে প্রধান অতিথি হিসেবে রোগীদের মাঝে চেক বিতরণ করেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল।
এছাড়া হাঁস-মুরগী ও গবাদি পশু পালনকারীদেরদেরকেও আর্থিক সহায়তা প্রদান করা হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।