নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের মাধবপুর তেলিয়াপাড়ায় ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস পালিত হয়েছে।
৪ঠা এপ্রিল বৃহস্পতিবার সকালে জেলা পুলিশের পক্ষ থেকে জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা ও পুলিশ সুপার আক্তার হোসেন বিপিএম-সেবা তেলিয়াপাড়া বুলেট প্রাঙ্গনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।
পরে উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মাধবপুরের আয়োজনে ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার এ কে এম ফয়সাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জের পুলিশ সুপার মোঃ আক্তার হোসেন।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন – সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) নির্মলেন্দু চক্রবর্তী,অফিসার ইনচার্জ রাকিবুল ইসলাম খান ও বীর মুক্তিযোদ্ধাগণ প্রমুখ।